Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে গাঁজাসহ আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৪, ০৩:৪৭ পিএম


কিশোরগঞ্জে গাঁজাসহ আটক ২

কিশোরগঞ্জে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় ৩৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার সকালে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজারের বাশমহল সংলগ্ন ভৈরব টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে।

এ সময় একটি পিকআপ তল্লাশি চৌকির কাছাকাছি আসলে গাড়িটি থামার জন্য সংকেত দিলে পিকআপে থাকা ২ জন পালানোর চেষ্টা করে। এ সময় তাদেরকে আটক করে র্যাব।

পরে গাড়িটি তল্লাশি করে তাদের দেখানো মতে গাড়ির পিছনের বডির উপরে লোহার শিট দিয়ে মডিফাই করে বানানো বক্সের ভিতর থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি তাদের কাছ থেকে নগদ ৪ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মো. আবুল বাসার (৪২) ও নয়নপুর এলাকার মো. শফিকুল ইসলাম (৬১)।

এ বিষয়ে আটক আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!