Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে ফেনীর যুবক নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৪, ০৩:৫৪ পিএম


দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে ফেনীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. এমরাজ হোসেন সুমন (২৮) নামে ফেনীর এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে তাকে ছুরিকাঘাত করে ওই দেশীয় সন্ত্রাসীরা।

নিহত মো. এমরাজ হোসেন সুমন ফেনীর দাগনভূঞা পৌরসভার জগতপুর এলাকার আবুল খায়েরের ছেলে।

নিহতের স্বজনরা বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় যায় এমরাজ হোসেন। শুক্রবার সকালে তার দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এক সন্ত্রাসী দক্ষিণ আফ্রিকার বেষ্ট এরিয়ার ফালগুজ এলাকায় তার নিজ দোকানের সামনেই তাকে অতর্কিত ছুরিকাঘাত করে।

এরপর গুরুতর আহত অবস্থায় এমরাজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত সুমন সেখানে স্টেশনারি ও মুদি দোকান করতো।

ইএইচ

Link copied!