Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৪, ০৪:০৩ পিএম


ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের দ্বন্দ্বে ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

বর্তমানে আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের স্বজনরা জানায়, হরিণাকুণ্ডু উপজেলার যাদবপুর গ্রামের শরিফুল ইসলামের সাথে একই গ্রামের ঠান্ডু মণ্ডলের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিলো। ওই দিন গ্রামের রবিউল মোল্লার মরিচ ক্ষেতে শরিফুল ইসলামের ছাগল গেলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা চলে।

পরে বিকালে ঠান্ডু মন্ডল, টিপু বিশ্বাস, আব্দুল মান্নান, রবিউল মোল্লা, রিয়াজ বিশ্বাস, রেজাউল মণ্ডলসহ ১০/১২ জন শরিফুলের ভাই আব্দুল খালেক ও ভাতিজা ফারুকের উপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। তাদের বাঁচাতে শরিফুল ও তার ছেলে বিপুল, স্বাধীন, ভাতিজা আরিফ এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাদের উদ্ধার করে হরিণাকুণ্ডু ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শরিফুলের স্ত্রী বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ জমা দিয়েছে।

ইএইচ

Link copied!