সালথা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ২৯, ২০২৪, ০৪:৪২ পিএম
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
মার্চ ২৯, ২০২৪, ০৪:৪২ পিএম
ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের সালথার এক যুবককে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় সালথা থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। এ মামলায় সাতজনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাকিল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নকুলহাটি বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
শাকিল একই উপজেলার বিভাগদী গ্রামের মো. নফেল নামের এক ব্যক্তির ছেলে।
এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে সালথা থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে থানাটির এসআই কবিরুল হককে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, লিবিয়ায় নিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় ওই যুবকের বাবা সালথা থানায় বৃহস্পতিবার বিকালে একটি এজাহার দায়ের করেছেন। এর পরপরই শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে এ মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ