Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মা-বাবাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারে

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৪, ০৪:৫৪ পিএম


মা-বাবাকে ভরণপোষণ না দেয়ায় ছেলে কারাগারে

জামালপুরের মেলান্দহে নিজের মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চর পলিশা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. স্বপন ফকির (৩০) উপজেলা চরবানিপাকুরিয়া ইউনিয়নের চর পলিশা এলাকার মজিদ আকন্দের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ বলেন, বাবাকে ভরণপোষণ না করার অপরাধে বাবা ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এমন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তাকে গ্রেপ্তার করে।  তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, মা-বাবাকে ভরণপোষণ দেন না এমন অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!