Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৪, ০৫:৫৫ পিএম


ঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে পদ্মা নদীতে পড়ে ফিরোজ শেখ (২৮) নামে সেলফি পরিবহনের চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

তিনি মানিকগঞ্জ শিবালয় উপজেলার শিবালয় ৩নং ট্রাক টার্মিনালের পাশের আজগর আলী শেখের ছেলে।

শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের পল্টুন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ওই যুবককে সাড়ে ৮টা দিকে উদ্ধার করে দৌলতদিয়া নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই মো. ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোয়া ৭টার দিকে সংবাদ পাই লঞ্চঘাটে পল্টন থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার স্টেশনকে সংবাদ দেই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে উদ্ধার করে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!