Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে আগুনে পুড়ল গরিবের অ্যাম্বুলেন্স

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ২৯, ২০২৪, ০৬:০৭ পিএম


রাজবাড়ীতে আগুনে পুড়ল গরিবের অ্যাম্বুলেন্স

রাজবাড়ীতে গরিব, দুঃস্থ ও অসহায়দের ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অ্যাম্বুলেন্সটির সম্মুখভাগের পুরো অংশ ও পেছনের চাকা দুটি পুড়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার প্রায় ৪০ মিনিট পর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।

অ্যাম্বুলেন্সের মালিক খাজা আব্দুস সাত্তার বাবলু শেখ বলেন, করোনাকালীন সময়ে মানুষের দুর্দশার কথা চিন্তা করে এ অ্যাম্বুলেন্সটি ব্যক্তিগতভাবে তিনি এলাকার গরিব, অসহায়, দুঃস্থ মানুষের উপকারের জন্য প্রদান করেন।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ যাই। এ বিষয়ে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ইএইচ

Link copied!