Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ১২:৫৮ পিএম


স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ছবি: সংগৃহিত

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) দিনগত রাত দেড়টারটার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম। তিনি জানান, ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে তার নিজ বাড়ি থেকে রাতে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার (৭ জানুয়ারি) রাতের দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। এ ঘটনায় এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এআরএস

Link copied!