Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় ১০টি ইটের রাস্তা উদ্বোধন করলেন এমপি ওয়াহেদ

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০১:০২ পিএম


ভালুকায় ১০টি ইটের রাস্তা উদ্বোধন করলেন এমপি ওয়াহেদ
ছবি: আমার সংবাদ

ভালুকায় ১০টি ইটের রাস্তা উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ ওয়াহেদ। শুক্রবার (২৯ মার্চ) দিনব্যাপী উপজেলার মেদুয়ারী ও ডাকাতিয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় ওই ১০টি কাচা রাস্তা ইটের সলিং (এইচবিবি) উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপুটি এ্যাটোর্নি জেনারেল শাহ আশরাফুল হক জর্জ, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন নাহার রানী প্রমুখ।

এআরএস

Link copied!