Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

কটিয়াদীতে যাকাত ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০১:৩৪ পিএম


কটিয়াদীতে যাকাত ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
ছবি: আমার সংবাদ

কিশোরগঞ্জের কটিয়াদীতে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর উদ্যোগে ৩০০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকালে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে অসহায় মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মুহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির, যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ মিয়া, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, পাড়া মন্ডলভোগ কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, হাদিউল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।

পবিত্র রমজানে অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিতরণকৃত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি প্যাকেটে ১০ কেজি চাউল, ২ লিটার তেল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি চিনি, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, এক প্যাকেট গুড়া দুধসহ ৭টি আইটেম বিতরণ করা হয়।

এআরএস

Link copied!