Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ডাকাতি মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০২:৩১ পিএম


ডাকাতি মামলায় ইউপি সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে ইউপি সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।  

শনিবার সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন ও চর জিয়া উদ্দিন এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ এতে অংশগ্রহণ করেন।

স্থানীয় চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ভূমিহীন নেতা মো. হোসেন, গোলাম সারওয়ার ও সিরাজ মিস্ত্রি বলেন, চরজুবিলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রায়হানকে গত ২৫ মার্চ গ্রেপ্তার করে পুলিশ৷ এ সময় তারা জানান, তাকে নিরস্ত্র অবস্থায় গ্রেপ্তার করলেও পুলিশ মিথ্যা ডাকাতি মামলায় রায়হান মেম্বারকে আটক দেখায়। তারা এ সময় জসিম উদ্দিন রায়হানকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে দ্রুত মুক্তি দাবি জানান।

পরে, মানববন্ধন শেষে চর মহিউদ্দিন বাজারের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে চর মহিউদ্দিন ও চর জিয়া উদ্দিন এলাকাবাসী।

ইএইচ

Link copied!