Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

লক্ষ্মীপুরে মোবাইলের দোকানে চুরি, আটক ৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৩:৪৬ পিএম


লক্ষ্মীপুরে মোবাইলের দোকানে চুরি, আটক ৬

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ নিউ মার্কেটে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় মার্কেটের ৩ নৈশপ্রহরীসহ সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার দিনব্যাপী চন্দ্রগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- স্থানীয় রামকৃষ্ণপুর গ্রামের মো. আকাশ প্রকাশ খাঁন মাহমুদ আকাশ (২৪), বড়ভল্লবপুর গ্রামের মোতালেব হোসেন সবুজ (৩২), রতনেরখিল গ্রামের মো. বাহার (৫৩), বেগমগঞ্জের ধীতপুর গ্রামের মো. দুলাল (৫৫), দেওপাড়া গ্রামের সৌরভ হোসেন স্বাধীন (২৫) ও একই গ্রামের শাহাদাত হোসেন বাবু প্রকাশ হরিংগা (২৪)।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. আব্দুর রহিম জানান, তদন্তকাজ শুরু করেছি। ৬ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তবে, তদন্তের মাধ্যমে প্রকৃত চোর শনাক্ত করে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানিয়েছেন, চুরির ঘটনায় ৬ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!