Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে মহাসড়কের আইল্যান্ড থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৭:১৪ পিএম


কালিয়াকৈরে মহাসড়কের আইল্যান্ড থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডে পড়ে থাকা অজ্ঞাত লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকার জিএমএস টেক্সটাইল মিল সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার  মহাসড়কের আইল্যান্ডে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। দীর্ঘসময় পড়ে থাকা ওই লাশের কোন সন্ধান না পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী।

খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। তবে নাম ঠিকানা এখনো জানা যায়নি। 
তিনি বলেন, রাতের আধারে অজ্ঞাত গাড়ি চাপায় তার মৃত্যু হতে পারে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ইএইচ

Link copied!