Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

ঢাকা-বেনাপোল রুটে পরীক্ষামূলক রেল চলাচল শুরু

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৮:৪৪ পিএম


ঢাকা-বেনাপোল রুটে পরীক্ষামূলক রেল চলাচল শুরু

ঢাকা থেকে বেনাপোল রেল লাইনের নবনির্মিত অংশ ভাংগা থেকে যশোহরের রুপদিয়া পর্যন্ত রেল লাইনে পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু করেছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর জেলার ভাংগা থেকে একটি মালবাহী ট্রেন ছেড়ে আসে এবং রুপদিয়া থেকে আবার ফিরে যায়।

বেলা দেড়টার যাত্রীবাহী বগি নিয়ে দ্বিতীয়বার ভাংগা থেকে আবার রুপদিয়া যাওয়া আসা করে। আগামীকাল আবারও ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলকভাবে চলাচল করবে এই রেলপথে যাত্রীবাহী রেলগাড়ি।

নবনির্মিত রেল লাইনে রেল চলাচল দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে রেল স্টেশনগুলিতে।

ইএইচ

Link copied!