Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীদের সংবর্ধনা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৮:৪৯ পিএম


মির্জাপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীদের সংবর্ধনা

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সরকারের মিথ্যা ও গায়েবি মামলায় কারা নির্যাতিত শতাধিক নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার পৌরশহরের বংশাই জামে মসজিদ মাঠে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন।

ইএইচ

Link copied!