Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাজমা রহিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৯:২০ পিএম


নাজমা রহিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধান প্রণেতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত, সাবেক এমপি মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিনী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং হুইপ ইকবালুর রহিম এমপির মা মরহুমা নাজমা রহিমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর মরহুমার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে কবরস্থানের পাশেই মসজিদ ও মডেল মসজিদের এ দোয়া সম্পন্ন করা হয়।

মিলাদ মাহফিল ও দোয়া শেষে মরহুম পিতা এম আব্দুর রহিম ও মরহুমা মাতা নাজমা রহিমসহ মৃত সকল পিতা-মাতা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশীর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মরহুম-মরহুমা জ্যেষ্ঠ পুত্র বিচারপতি এম ইনায়েতুর রহিম।

মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ৮ বিচারপতি। 
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সাইফুর রহমান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরউল্ল্যাহ, উপাধ্যক্ষ ডা. সৈয়দ নদির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, দিনাজপুর জেলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লোকমান হাকিম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, জেলা মটর পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইসহাক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাতলুবুল মামুন, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, হুইপের পুত্র রাফিদুর রহিমসহসহ বিচারক, মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পরিবারবৃন্দ।

ইএইচ

Link copied!