Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

নেত্রকোণায় পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৪, ০৩:২৯ পিএম


নেত্রকোণায় পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা

নেত্রকোণার পূর্বধলায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে উদ্বুদ্ধকরণ সভা ও প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে পূর্বধলা জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম প্রমুখ।

প্রদর্শনীর উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১৭৯ জন চাষিকে ১০ প্যাকেট সবজি বীজ, ৬টি ফলের চারা, জৈব/অজৈব সার, বেড়ার নেট, পানি দেয়ার উপকরণ ও সাইনবোর্ড বিতরণ করা হয়।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আওতাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২৫ জন নারী উদ্যোক্তাকে স্মার্ট ল্যাপটপ বিতরণ করেন এমপি আহমদ হোসেন।

ইএইচ

Link copied!