Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে মাদককারবারি পুলিশের হাতে আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৪, ০৩:২৯ পিএম


বোয়ালমারীতে মাদককারবারি পুলিশের হাতে আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বারখাদিয়া গ্রাম এলাকা থেকে মাদকসহ কারবারি কাজী এনামুল হককে (৪৫) আটক করেছে থানা পুলিশ। 

এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসআই আব্দুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। 

থানা সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাজী এনামুল হকের বাড়ির পশ্চিম পাশের কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করে। আটকের পর তার কাছে ইয়াবা বড়ি উদ্ধার করেন।

থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, মাদকসহ কাজী এনামুল হক নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আনে মামলা হয়েছে। আসামিকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচআর

Link copied!