Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বোরহানউদ্দিনে সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনি প্রচারণায় উপজেলা চেয়ারম্যান

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৪, ০৪:০০ পিএম


বোরহানউদ্দিনে সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনি প্রচারণায় উপজেলা চেয়ারম্যান
ছবি: সংগৃহিত

উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিনে দ্বিতীয় দফার তফসিল ঘোষণা না হলেও সরকারিভাবে বরাদ্দকৃত উপজেলা পরিষদে গাড়ি ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা শোডাউন ও মহড়া দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম এর বিরুদ্ধে।

শনিবার (৩০ মার্চ)  উপজেলার কয়েকজন প্রার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায় দ্বিতীয় দফার উপজেলা পরিষদের তফসিল ঘোষণা না হলেও বোরহানউদ্দিন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত গাড়ি ব্যবহার করে প্রতিনিয়তই নির্বাচনি উঠোন বৈঠক, প্রচার-প্রচারণা, শোডাউন মহড়া দেয়া থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট সকল ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

তারা আরো জানান, প্রথম ধাপের তফসিল ঘোষণা হলেও সে তালিকা নাম নেই বোরহানউদ্দিন উপজেলার এবং দ্বিতীয় দফার বোরহানউদ্দিন উপজেলার নাম রয়েছে বলেও জানান তারা।

চেয়ারম্যান আবুল কালামকে মুঠোফোনে কল করা হলে বিষয়টি স্বীকার করে তিনি জানান, আমি একটি ইউনিয়নে ত্রাণ দিতে গিয়েছিলাম, ফেরার পথে লোকজনের সাথে সাক্ষাৎ করতে গেলে সেখানে থাকা আমার কর্মী সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দেয় আমি তাদেরকে নিষেধ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান এ প্রতিবেদক কে জানান, যেহেতু এখনো তফসিল ঘোষণা হয়নি, তাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া যাবে কিনা সেটা জেনে তারপর বলতে পারব,তবে তাকে ডেকে এ ব্যাপারে  সতর্ক করা হবে।

এদিকে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপ-পরিচালক (অতি দায়িত্ব), স্থানীয় সরকার শাখা মোহাম্মদ কায়সার খসরু আমার সংবাদ কে জানান, যেহেতু উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি অতএব চেয়ারম্যান সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ড তিনি করতে পারবেন না, এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিয়েও দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এআরএস

Link copied!