Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ৩১, ২০২৪, ০৪:২৫ পিএম


ফেনীতে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ফেনীতে আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার করা হয়েছে।

রোববার  জেলার পুলিশ সুপার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে  গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার সোনাগাজী পৌরসভার তুলাতলী এলাকার উপজেলা ডাকঘর সংলগ্ন আকাশ ডেন্টিং ওয়ার্কশপ থেকে একজনকে ও পারে তার দেয়া তথ্যের আলোকে পৃথকস্থান থেকে বাকী ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়ার্কশপের মালিক আজাদ হোসেন আকাশ (২৩), সালা উদ্দিন কাদের নিশান (২৪), 
আব্দুল আজিজ তারেক ওরফে ল্যাংড়া তারেক (২৪), মো. হাসান (১৯), ফরহাদুল ইসলাম ফয়সাল (২২)।

ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, আসামিরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সিএমপি এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে পিকআপ গাড়িসহ বিভিন্ন ধরনের গাড়ি চুরি করে ওয়ার্কশপে নেয়া খণ্ড খণ্ড করত ভাঙারি দোকানে বিক্রি করতো।

ইএইচ

Link copied!