Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৪, ১২:৫৮ পিএম


ফেনীতে বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি ফেনীস্থ-৪ বিজিবির উদ্যোগে দুস্থ ও অসহায় ১০০ মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিকালে জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া হাই স্কুল মাঠে এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বিজিবি ফেনীর উপ অধিনায়ক বিজিবির মেজর মো. নাজমুস সাকিব খান।

বিজিবি সূত্র জানায়, মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে বিজিবি। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ।

এই মহতী উদ্যোগের অংশ হিসেবে বিজিবি-৪ অধীনস্থ ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায়ও দুস্থ দরিদ্রদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!