Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মৌলভীবাজারে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

এপ্রিল ১, ২০২৪, ০২:৩৩ পিএম


মৌলভীবাজারে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে বৃদ্ধা নূরজাহান বেগম (৭০) মারা গেছেন।

এ সময় পরিবারের পাঁচজন সদস্য বের হতে পারলেও বৃদ্ধা বের হতে পারেননি।

সোমবার ভোরে রাজনগর উপজেলার পূর্ব কদমহাটায় প্রবাসী মিন্টু মিয়ার বাড়ির তত্ত্বাবধায়ক ময়না মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল কিংবা সিলিন্ডারের গ্যাস অথবা বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে।

এ ঘটনার বিষয়ে রাজনগর থানার ওসি আব্দুস ছালেক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা জেনেছি নিহত নারী প্যারালাইজডে আক্রান্ত ছিলেন। যে কারণে আগুন লাগার পর তড়িঘড়ির মধ্যে তিনি বের হতে পারেননি। ফলে দগ্ধ হয়ে ভেতরেই মারা যান তিনি।

ইএইচ

Link copied!