Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চেয়ারম্যানের নির্দেশে মুক্তিযোদ্ধার গাছ কাটল ইউপি সদস্য

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৪, ০২:৫০ পিএম


চেয়ারম্যানের নির্দেশে মুক্তিযোদ্ধার গাছ কাটল ইউপি সদস্য

টাঙ্গাইলের দেলদুয়ারে চেয়ারম্যানের নির্দেশে বীর মুক্তিযোদ্ধার গাছ কাটার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে।

গত ৩০ মার্চ উপজেলার ডুবাইল ইউনিয়নের বাথুলি এলাকায় ঘটেছে ঘটনাটি। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ডুবাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ হোসেনসহ ৭ জনকে অভিযুক্ত করে দেলদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র সরকার।

জানা যায়, বাথুলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র সরকারের সঙ্গে প্রতিবেশী সন্তোষ কুমার মণ্ডলের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি প্রতিপক্ষ সন্তোষ কুমার মন্ডল তার চলাচলের সুবিধার জন্য গোপাল চন্দ্র সরকারের জায়গার উপর বেড়ে উঠা গাছগুলো কাটার আবেদন করেন যুবাইল ইউপি চেয়ারম্যান বরাবর। চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে ২ দফা সালিশি বৈঠক করেও মীমাংসা দিতে না পেরে ৩০ মার্চ সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোশারফ হোসেনকে রাস্তার উপর থাকা গাছগুলো কেটে ফেলার নির্দেশ দেন। সাথে পরিষদে কর্মরত মহল্লাদারদেরও নিয়ে যেতে বলেন। চেয়ারম্যানের নির্দেশ পেয়ে ইউপি সদস্য মোশারফ ঘটনাস্থলে গিয়ে মহল্লাদারদের মাধ্যমে গাছগুলো কাটেন। গাছ কাটার সময় গোপাল চন্দ্র সরকার ও তার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে চেয়ারম্যানের লোকজন বাঁধা মানেননি উপরন্তু অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং জানে মেরে ফেলার হুমকি দেন।

এ প্রসঙ্গে ডুবাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোশারফ হোসেন বলেন, পরিষদ থেকে চেয়ারম্যানের নির্দেশে চলাচলের সুবিধার জন্য রাস্তার উপর থাকা গাছগুলো কাটা হয়েছে।

রাস্তাটি সরকারি কিনা জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটি ব্যক্তি মালিকানাধীন।

ডুবাইল ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস মিয়া ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে স্ব শরীরে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।

দেলদুয়ার থানার সেকেন্ড অফিসার এসআই শফিকুল  ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধার গাছ কাটা সংক্রান্ত এক অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!