কক্সবাজার প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৪, ০৪:৫৭ পিএম
কক্সবাজার প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৪, ০৪:৫৭ পিএম
কক্সবাজারের উখিয়ায় মাটিভর্তি ডাম্পার চাপা দিয়ে হত্যা করা হয়েছে দৌছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলকে। ব্যবহৃত ডাম্পার ও চালকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কক্সবাজার বনবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের শহীদ সরণি সড়কের বনবিভাগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা দাবি জানান- উখিয়ার সংরক্ষিত বনের পাহাড় কেটে ‘মাটি পাচারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের সাহস দেখে অবাক হওয়ার মতো। আজকে সাজ্জাদ, কালকে আপনি, পরশু আরেকজন। এভাবে চলতে দেয়া যেতে পারে না। পাহাড় খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় তারা আরও বেপরোয়া হয়ে উঠবে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারোয়ার আলম, উত্তর বন বিভাগের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কক্সবাজার চেম্বার অব কমার্স ইন্ডাট্রিজের সভাপতি আবু মুর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, চ্যানেল আইয়ের কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু, বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মো. শফিউল আলমসহ বন বিভাগ সংশ্লিষ্টরা।
ইএইচ