Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

দিনাজপুরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ২, ২০২৪, ০৮:০১ পিএম


দিনাজপুরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের বোর্ডেরহাট মনসুর হাজী দাখিল মাদরাসা মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি জেলা বিএনপির সহ-সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অপর সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্ত) সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি সদ্য কারামুক্ত অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,  সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এম এ জলিল ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিনাজপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ আহমেদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হীরা, আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি রেজার রহমান রেজাসহ সদর উপজেলা বিএনপির ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।

ইফতার ও দোয়া মাহফিলে জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টু, জেলা বিএনপির সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, মো. মঞ্জুরুল ইসলাম, মো. আখতারুজ্জামান জুয়েল, মো. তোছাদ্দেক হোসেন তোছা, আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, আলহাজ্ব মো. হাফিজুর রহমান সরকার, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, মো. সাহাজুল ইসলাম, মঞ্জুর এলাহি রুবেল, বজলুর রশিদ কালুসহ জেলা বিএনপির সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, জাসাসসহ দিনাজপুর জেলা বিএনপির ২২টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এর আগে সদ্য কারামুক্ত বিএনপির নেতাকর্মীদেরকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

ইফতারের পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান   তারেক রহমানের সুস্থতা কামনা, দেশ জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করেন মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!