Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

এপ্রিল ৩, ২০২৪, ০৩:৪৮ পিএম


ভোলায় কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ ভোলায় বিভিন্ন থানাধীন কমিউনিটি ও বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  ভোলা সদর মডেল থানা থানা চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন, স্ব-স্ব  থানার অফিসার্স ইনচার্জ (ওসি)বৃন্দ।


বুধবার ৩মার্চ দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার, মো.মাহিদুজ্জামান বিপিএম।

উক্ত অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে কমিউনিটি ও বিট পুলিশিং কর্মকর্তারা। 

কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূত করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। পুলিশি সেবাকে গণমুখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিন রাত কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশের প্রতিটি সদস্য। 

তিনি আরো জানান এজন্য দরকার সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ। সকলে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করলে গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে দেওয়া সহজ হবে।

ওই সময় তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স  জনপ্রতিনিধি  উপজেলায় নির্বাহী কর্মকর্তা, সুশীল সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!