Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাগেরহাটে প্লাই উড কারখানা আগুনে পুড়ে ছাই

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট প্রতিনিধি:

এপ্রিল ৪, ২০২৪, ১০:২২ এএম


বাগেরহাটে প্লাই উড কারখানা আগুনে পুড়ে ছাই

বাগেরহাটের ফকিরহাটে উডটেক নামের প্লাইউড বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (০৩ এপ্রিল) রাত ২টার পরে উপজেলার শুকদারা এলাকার একটি ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে গিয়ে হাসান নামের কারখানার এক শ্রমিক আহত হয়েছে।  বর্তমানে ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণের (ডাম্পিং ডাউন) কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (বাগেরহাট) মোঃ সাইদুল আলম চৌধুরী।

কারখানার সূত্র বলছে , রাত দশটার পর্যন্ত কারখানাটির মেশিন চালু ছিল। এরপর সকল মেশিনারিজ বন্ধ করে শ্রমিকরা ফ্যাক্টরি বন্ধ করেন। শর্ট সার্কিট থেকে আগুনের
সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে কারখানার মূল যন্ত্রাংশ ছাড়াও বেশ কিছু ফিনিশ প্রোডাক্ট পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস বা কারখানা কর্তৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল সোয়া ছয়টা পর্যন্ত সেখানে ধোঁয়া ছিল। ফায়ার সার্ভিস কর্মীরা এখনো ডেম্পিং ডাউনের কাজ করছেন। আগুন নেভাতে গিয়ে হাসান নামের কারখানার এক শ্রমিক আহত হয়েছে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (বাগেরহাট) মোঃ সাইদুল আলম চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ফকিরহাট, রামপাল ও বাগেরহাট সদরের ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বর্তমানে ডেম্পিং ডাউনের (ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণ) কাজ চলছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।

কারখানাটিতে কাঠ, ফেসভিনিয়ার, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন বোর্ট ও সার্টারিং বোর্ড তৈরি করা হত।

বিআরইউ

Link copied!