Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ভোলায় চরফ্যাশন-মনপুরা‍‍`র নবনির্বাচিত ৩ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

এপ্রিল ৪, ২০২৪, ০২:১৩ পিএম


ভোলায় চরফ্যাশন-মনপুরা‍‍`র নবনির্বাচিত ৩ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়ন ও মনপুরা উপজেলার মনপুরা ও কলাতলী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, এসময় শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার খসরু।

এছাড়া সেখানে পুলিশ সুপার মামুনুর রশীদ, জেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেন, চর মানিকা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন রাসেল, মনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানত উল্ল্যা আলমগীর, কলাতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার, উক্ত ইউনিয়নের আওয়ামিলীগের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!