Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫,

সখীপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল চালকের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৩:০৬ পিএম


সখীপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল চালকের

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মিল্টন মিয়া (৪০) নামের এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রাইভেটকার চালক মিল্টনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত প্রাইভেটকারের চালক মিল্টন মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের গাজেশ্বরী গ্রামের মো. মোতাহার মিয়ার ছেলে।

এ ঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের স্বজনের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!