Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সভা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৩:৫৯ পিএম


মধুপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সভা

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়ন ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন খান, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী প্রমুখ।

এ সময় আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, সুধী সমাজ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে বিস্তারিত তথ্য তুলে ধরেন সহকারী কমিশনার ভূমি মো জাকির হোসাইন।  

অনুষ্ঠান শেষে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য  সকলের মতামত নিয়ে আলোচনা করা হয়।

ইএইচ

Link copied!