Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভেড়ামারায় অগ্রণী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিল প্রতারকরা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৫:০৩ পিএম


ভেড়ামারায় অগ্রণী ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিল প্রতারকরা

কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর অগ্রণী ব্যাংকের শাখা থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।

এ সময় প্রতারকরা দুটি নকল ভাউচারের মাধ্যমে মোট ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যায়। মোট ৫ সদস্যের প্রতারক চক্রের ৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার এই প্রতারণার ঘটনা সংঘটিত হয়।

গোলাপনগর অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, ফরেন রেমিটেন্সের টাকা যেটা গোপন নাম্বারে আসে সেটা দুটি ভুয়া ভাউচারের মাধ্যমে কবির ও মনির ১ লাখ ৫ হাজার এবং ৯৪ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে স্বাক্ষর জালিয়াতি করে উত্তোলন করে নিয়ে যায়।

আরও একটি ভাউচার সাবমিট করার সময় আমাদের লোকজন বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় আমরা তাদেরকে ধরি। ২ জন টাকা নিয়ে পালিয়ে গেছে। বাকি ৩ জনকে আমরা আটক করতে পেরেছি।

আটককৃত তিনজনই মাদারীপুর জেলার মো. মামুন শেখ, কেরামত খান, মো. সাইমন।

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমাদের পরিদর্শক টিম রয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। থানায় এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!