Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় মশলার কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৫:৩৪ পিএম


ভোলায় মশলার কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ভোলায় অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে দ্রব্যসামগ্রী বিক্রয়, মশলায় ভেজাল ও রঙ মেশানোর হাতেনাতে প্রমাণ পাওয়ায় দুটি মসলার কারখানাকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খালপাড়ে মশলা মিলে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এই অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত মূল্যে দ্রব্যসামগ্রী বিক্রয়, মশলায় ভেজাল ও রঙ মেশানোর হাতেনাতে প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে মেসার্স আবির মশল্লার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা ও মেসার্স মুহিব এন্টারপ্রাইজের মালিককে ৬০ হাজার টাকা করে সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একটি দল ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সহায়তা প্রদান করেন।

ভোলা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!