Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কেরানীগঞ্জে গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

এপ্রিল ৪, ২০২৪, ০৮:৩৪ পিএম


কেরানীগঞ্জে গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ থেকে ৫ কেজি গাঁজাসহ সিরাজ (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

বুধবার রাতে কদমতলী গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে যমুনা ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সিরাজ কুষ্টিয়া জেলার মিরপুর থানার ওয়াপদা ব্রিজ এলাকার মোতালেব মিয়ার ছেলে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি গাজা সরবরাহের জন্য কদমতলী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ সিরাজকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মিয়া মাদক কারবারের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে কেরানীগঞ্জসহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদক সরবরাহ করে করছিল।

তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

ইএইচ

Link copied!