Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গুইমারায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও দুস্থদের ইফতার-বস্ত্র বিতরণ

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৪, ০৩:০৯ পিএম


গুইমারায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ও দুস্থদের ইফতার-বস্ত্র বিতরণ

পবিত্র রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে গুইমারা থানায় তৃতীয় লিঙ্গ ও দুঃস্থদের সাথে ইফতার এবং ঈদ বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করেছেন প্রধান অতিথি খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

প্রধান অতিথি সকলের সাথে ইফতার করেন এবং তৃতীয় লিঙ্গের জনগণের মাঝে শাড়ি ও দুঃস্থদের মাঝে লুঙ্গি বিতরণ করেন।

জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার গুইমারা থানা কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) জসিম উদ্দিন,  অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল নাজিম উদ্দীন, গুইমরারা থানার অফিসার ইনচার্জ আরিফুর আমিন, গুইমারা থানার অফিসার ইনচার্জের সহধর্মিণী নাছরিন সালেহা আরিফ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম  দুলাল আহম্মদসহ অন্যান্য পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা।

ইএইচ

Link copied!