Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ৫, ২০২৪, ০৩:৫৪ পিএম


ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী লড়ি ট্রাকের চাপায় তানিম আহমেদ (৩৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত তানিম আহমেদ কিশোরগঞ্জ সদর উপজেলার জনাব আলীর ছেলে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে গফরগাঁও- কিশোরগঞ্জের সড়কের পড়শীপাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।

গফরগাঁও থানার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান খান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তানিম আহমেদ ঢাকা থেকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ যাওয়া পথে কিশোরগঞ্জ-গফরগাঁও সড়কের পড়শীপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালুবাহী লড়ি ট্রাক চাপা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

গফরগাঁও থানার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং লড়ি ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইএইচ

Link copied!