Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

এপ্রিল ৬, ২০২৪, ১২:৪৩ পিএম


নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মুসলমানদের সব চাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই ঈদকে সামনে রেখে বিভিন্ন শপিং মল ও বিপণী বিতান গুলোতে দেশী বিদেশি বাহারি রকমের পোশাক সাজানো হয়েছে।

দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতা সমাগম। তবে বিক্রেতারা বলছেন ক্রেতা সমাগম বেশী থাকলেও বর্তমান দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে তুলনা মূলক ভাবে বিক্রি কম।

এদিকে ক্রেতাদের দাবী অন্যান্য বছরের তুলনায় এ বছরে পোশাকের দাম অনেক বেশি। তারপরও পরিবারের হাসি ফুটাতে ঈদের কেনাকাটা কম বেশি করতেই হচ্ছে। 

শনিবার (০৬ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায় নগরীর ডিআইটি, মার্ক টাওয়ার, লুৎফা টাওয়ার, সমবায় মার্কেট ও আলমাস টাওয়ার চলছে ঈদ বাজারের কেনাকাটা। মেয়েদের থ্রি পিছ, ছেলেদের শার্ট, প্যান্ট পাঞ্জাবি, ছোট ছোট সোনামণিদের বাহারি রকমের পোশাক দিয়ে সাজিয়েছে তাদের বিপণী বিতান।
তবে এ বছর ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে চেন্নাই সিল্ক শাড়ি, জর্দান কাতান, হুসকি, তৃষ্ণা, লেহেঙ্গা, গোলফরাগ, কাঞ্জুবরন। দেশী কাপড়ের মধ্যে জামদানি, জয়পুর, কমল।

এছাড়াও  পাকিস্তানি, ইন্ডিয়ান ডিজাইনের পোশাক ক্রেতাদের নজর কাড়ছে । নগরীর সমবায় মার্কেটের ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ক্রেতাদের চাহিদার তুলনায় পোশাক সাজানো হলেও দাম পাওয়া যাচ্ছে না। তবে কিছু কিছু ক্রেতা তাদের পছন্দের পোশাক গুলো লুফে নিচ্ছেন। যদিও গত বছরের তুলনায় এ বছর সব জিনিসের দাম বেশি। তাই অনেক ক্রেতারা পোশাকের দাম শুনে চলে যাচ্ছেন। মার্কেটে ক্রেতাদের ভীড় থাকলেও বিক্রি হচ্ছে না। তবে ঈদের যেহেতু আর তিন চারদিন বাকি আশাকরি পুরোদমে বেচাকেনা জমে উঠবে।

নগরের আলমাস টাওয়ার স্বাধিকার আমির বলেন, দেশী কাপড়ের চেয়ে বিদেশি পোশাকের চাহিদা বেশি। সরবরাহ আগের চেয়ে অনেকটা ভাল। তাই আশাবাদী বেচাকেনা আগের চেয়ে ভাল হবে। 

লুৎফা টাওয়ারে আসা ক্রেতা আফরোজ আক্তার বলেন, বিকালে মানুষের ভীড় হওয়ায় সকালে কেনাকাটা করতে এসেছি। পরিবারের সবার জন্য অনেক কেনাকাটা করেছি আরও কিনবো। তবে গত বছরের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশী। তারপরও ঈদের জন্য কিনতে তো হবেই। 

এদিকে মার্কেট গুলোতে বিভিন্ন রকমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা কর্মীদের পাশাপাশি দোকান ও বিভিন্ন পয়েন্ট গুলোতে সিসি ফুটেজ বসানো হয়েছে। এছাড়াও কয়েকটি পয়েন্টে পুলিশের ডিউটি অব্যাহত রয়েছে। 

এবিষয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ঈদকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করে যাচ্ছেন। সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

বিআরইউ

Link copied!