Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গায় কৃষকের মাঝে আনারসের চারা বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০২:৩৬ পিএম


মাটিরাঙ্গায় কৃষকের মাঝে আনারসের চারা বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় এমডি-২ সুপারসুইট গোল্ডের জাতের আনারস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরীক্ষামূলকভাবে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১১ হাজার ২শ ৫০টি আনারসের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে সামনে কৃষকের মাঝে বিনামূল্যে আনারসের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সবুজ আলী।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মো. আমির হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার দেবাশীষ চাকমা, উপ-সহকারী কৃষি অফিসার মো. জয়নাল আবেদীন, উপ-সহকারী কৃষি অফিসার ইমন ত্রিপুরাসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

শেষে কৃষকের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চারা তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

ইএইচ

Link copied!