Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে ফেনসিডিলসহ মাদক সম্রাট আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৩:২৯ পিএম


মহেশপুরে ফেনসিডিলসহ মাদক সম্রাট আটক

ঝিনাইদহের মহেশপুর আবদার আলী নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের  ভিত্তিতে জানতে পেরে মহেশপুর থানাধীন দত্তনগর ফাঁড়ির ইনচার্জ এসআই আসিশ দাস সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ  অভিযান পরিচালনা করে উপজেলা স্বরুপপুর ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে ৭২ বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটক আসামির তথ্যমতে পুনরায় অভিযান পরিচালনা করে উপজেলা কুশডাঙ্গা গ্রামের বিএডিসি আমবাগান থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

আটক আবদার আলী স্বরুপপুর ইউনিয়নের আবু বক্করের ছেলে। আসামির বিরুদ্ধে মাদক আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

ইএইচ

Link copied!