Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৪:০০ পিএম


জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের জাসদ ছাত্রলীগ নেতা নাইফ আহমেদ তুষারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তুষার মোকাররমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকার একটি  বেসরকারি  ইউনিভার্সিটির ছাত্র বলে জানিয়েছেন ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিম হোসেন সেবুল।

নিহত তুষার চর গোলাপনগর এলাকার রবিউল ইসলামের ছেলে।

শুক্রবার রাত ৮টার সময় গোলাপনগর রবিউলের চায়ের দোকানে মোটরসাইকেলযোগে এসে দেশীয় অস্ত্র হাতে ২৫ থেকে ৩০ জন সশস্ত্র দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে।

পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি তুহিন বলেন, আমরা শুনেছি দুর্বৃত্তরা তুষারকে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা আগামীকাল সমস্ত তথ্য সহকারে আপনাদেরকে বিস্তারিত জানাবো।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। অপরাধীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছ। ঘটনার সাথে জড়িত সকল দুর্বৃত্তকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। সন্দেহভাজন জেমস (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

ইএইচ

Link copied!