Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভোলাহাটে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৫:৪৩ পিএম


ভোলাহাটে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে স্কুল পড়ুয়া দুই শিশু।

শনিবার উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মহানন্দা নদীর বজরাটেক বাগানঘাট্টি ঘাটে গোসল করতে গিয়ে গভীর পানির নিচে তলিয়ে গিয়ে শিশু দুটি মারা যায়।

মৃত শিশুরা হলো- উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনি গ্রামের আব্দুল কাদেরের ছেলে জিহাদ (১২) এবং একই গ্রামের মো. সুবেদ মিস্ত্রীর ছেলে মাসুম (১২)। 

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার মোসা. ওহিদা খাতুন জানান, আমার ডিউটির পূর্বে একজনকে নিয়ে আসা হয়েছিল। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে বাড়ি নিয়ে চলে যায়। আমি আসার পর আরেক জনকে নিয়ে আসা হয়। তাকে ইসিজি করানোর জন্য বাইরের ক্লিনিকে পাঠানো হয়েছে।

ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। স্থানীয়রা পূর্বে একজনকে উদ্ধার করেন।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহানন্দা নদীতে ২ শিশুর ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!