Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পেকুয়ায় অফিস করলেন নবাগত স্বাস্থ্য কর্মকর্তা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৭:২৭ পিএম


পেকুয়ায় অফিস করলেন নবাগত স্বাস্থ্য কর্মকর্তা

কক্সবাজারের পেকুয়ায় অফিস করেছেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান।

শনিবার পদায়নকৃত ওই কর্মকর্তা সকালে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত কর্মকর্তা হিসেবে অফিসে যোগদান করেন।

এর আগে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) পদে কর্মরত ছিলেন।

সরকারের স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার ডা. মুজিবুর রহমানকে পূর্বের পদ আবাসিক মেডিকেল অফিসার থেকে পদোন্নতি করেন। এমনকি তাকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে একই প্রতিষ্ঠানে পদায়ন করেন।

এর আগে ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী পেকুয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাকে শাস্তিমূলক বদলি করা হয়।

এর এক মাস পর ডা. মুজিবুর রহমানকে ওই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

এদিকে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুজিবুর রহমানকে ফুল দিয়ে বরণ করেছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, মাঠকর্মীসহ বিভিন্ন দপ্তর।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

ইএইচ

Link copied!