Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৯:০৫ পিএম


চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে এক শিশুর মরদে উদ্ধার করেছে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর।

শনিবার বিকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট উদ্ধারকারী দলসহ চাঁদপুর জেলার সদর থানাধীন সাহেব বাজারের চর মায়েশা এলাকা সংলগ্ন ডাকাতিয়া নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে কৃষ্ণ চন্দ্র দাস (৮) নামের একটি শিশুর মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত কৃষ্ণ চন্দ্র দাস চাঁদপুর জেলার সদর থানাধীন চর মায়েশা গ্রামের বিশ্বজিৎ চন্দ্র দাসের ছেলে।

পরবর্তীতে মৃতদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

ইএইচ

Link copied!