Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৬০০ শিশুর মুখে হাসি ফুটালো শিশুস্বর্গ ফাউন্ডেশন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৯:১৯ পিএম


৬০০ শিশুর মুখে হাসি ফুটালো শিশুস্বর্গ ফাউন্ডেশন

দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫শ ও বোদায় ১শ শিশুর মুখে হাসি ফুটালো শিশুস্বর্গ ফাউন্ডেশন।

ঈদ উপলক্ষ্যে শিশুদের নতুন জামা ও নতুন টাকার নোট উপহার হিসেবে দেওয়া হয়।

শিশুস্বর্গ ফাউন্ডেশন শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া  সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উপহার শিশুদের মাঝে তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সুজয় কুমার রায়সহ প্রমুখ।

শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবির আকন্দ বলেন, শিশুরা ঈদ উপহার পেয়ে তাদের মুখে যে হাসি ফোটাচ্ছে তা দেখে অনেক ভালো লাগছে। এই ঈদে আমরা ৬শ শিশুর মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরেছি, তেঁতুলিয়ার দর্জিপাড়ায় ৫শ, এবং পঞ্চগড়ের বোদা উপজেলায় ১ শ।

ইএইচ

Link copied!