Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সুন্দলীবাসীর সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে থাকতে চাই

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৯:২৬ পিএম


সুন্দলীবাসীর সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে থাকতে চাই

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।

শনিবার বিকালে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গা মশিয়াহাটী গ্রামে হরিগুরুচাঁদ মন্দির প্রাঙ্গণে ২২তম বার্ষিক মহা বারুনী স্নান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ধর্ম মানুষকে সুপথে পরিচালিত করে। ধর্মীয় অনুভূতি সঙ্গে থাকলে কোনো মানুষ পাপ কাজ করতে পারে না। আমার বাবা মরহুম মোকছেদ আলী ফারাজী ভবদহ অঞ্চলের সুন্দলী ইউনিয়নকে সব সময় গুরুত্ব দিয়েছেন। যে কারণে একজন নতুন সংসদ সদস্য হিসেবে আমি সুন্দলী ইউনিয়নকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখে কাজ করছি। তাই আপনারা সঙ্গে থাকলে এ ইউনিয়নের জমে থাকা সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, মহিলা সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, আওয়ামী লীগ নেতা চৈতন্য মণ্ডল, ইউপি সদস্য নিপুণ মণ্ডল ও সুবর্ণা বিশ্বাস।

ইএইচ

Link copied!