Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছেলের হাতে বাবা খুন, ছেলে গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৯:৩২ পিএম


ছেলের হাতে বাবা খুন, ছেলে গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু ও মা আহত হওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনার সাড়ে ৪ঘণ্টা পর ঘাতক ছেলে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্র নারায়ণ গ্রামের সাবেক মেম্বার আকবর আলীর মানসিক হতাশাগ্রস্ত ছেলে সাজেদুল ইসলামকে (৩১) নিজ ইরি ক্ষেতে সেচ দেয়ার কথা বললে সে বলে ভাত খেয়ে তারপর পানি দেব। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করে। এতে বাবা আকবর আলী গুরুতর জখম হয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন  ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যায়।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। নিহত ব্যক্তির লাশ রংপুরে আছে আসলে পোস্টমর্টেমের জন্য কুড়িগ্রামে পাঠানো হবে।

ইএইচ

Link copied!