Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইতেকাফ অবস্থায় মৃত্যুবরণ করলেন ইউপি চেয়ারম্যান

ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি:

ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি:

এপ্রিল ৭, ২০২৪, ০৯:৫৯ এএম


ইতেকাফ অবস্থায় মৃত্যুবরণ করলেন ইউপি চেয়ারম্যান

ময়মনসিংহের ত্রিশালে কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফ অবস্থায় মৃত্যু বরণ করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টো।

তিনি ত্রিশাল উপজেলার  আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। জানা গেছে আনিছুর রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শনিবার (৬ এপ্রিল) বিকাল ৪.৪৫ টার দিকে উপজেলার ত্রিশাল পৌর এলাকার ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ রমজানে অন্যদের সঙ্গে ত্রিশাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেন আনিছুর রহমান ভুট্টো চেয়ারম্যান। শনিবার বিকালের দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক কন্যা রেখে যান।

আমিরাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ থেকে জরুরি আইসি ইউ অ্যাম্বুলেন্স যুগে ঢাকা নেওয়ার পথে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিভিন্ন পেশাজীবী মানুষ শোক প্রকাশ করেছেন। 

বিআরইউ

Link copied!