Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৪, ০২:২১ পিএম


সিরাজগঞ্জে যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে লম্বা ছুটি মেলায় এবার কিছুটা স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।

তবে শনিবার মধ্যরাত থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে বলে খবর পাওয়া গেছে।

তবে গাড়ির চাপ বাড়লেও কোথাও কোনো ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। একদম স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন।

সকালে সিরাজগঞ্জ মহাসড়ক ঘুরে এ চিত্র লক্ষ করা গেছে।

দেখা যায়, অন্যান্য সময়ের চেয়ে যানবাহন কিছুটা বেড়েছে। তবে স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তি পড়তে হয়নি যাত্রী ও চালকদের।

এদিকে মহাসড়কে ট্রাফিক আইন মানাতে ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, ধীরে ধীরে মহাসড়কে গাড়ির চপ বাড়ছে তবে যান চলাচল একদম স্বাভাবিক। গভীররাতে মহাসড়কের একটি গাড়ি নষ্ট হওয়ায় কয়েক মিনিটের জন্য সমস্যা হয়েছিল কিন্তু আমরা দ্রুত সেটি সরিয়ে নিতে সক্ষম হই। চাপ আরও বাড়লেও এবার সিরাজগঞ্জের মহাসড়কে যানজটের সম্ভাবনা নেই বললেই চলে। আশা করছি সবাই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে।

ইএইচ

Link copied!