Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৩:০২ পিএম


যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু

রাজবাড়ীতে যাকাতের কাপড় বিতরণের খবর পেয়ে সময়ের আগেই টিনের গেইট ভেঙে ভিতরে প্রবেশের সময় পদদলিত হয়ে অজ্ঞাতনামা এক নারী (৫৫) মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৬টার সময় রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর গ্রামের আলহাজ্ব মো. দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছর ২৭ রমজান শাড়ি ও লুঙ্গি বিতরণ করে আসছেন তিনি। রোববার সকাল ৭টা থেকে ৩ হাজার শাড়ি ও লুঙ্গি কাপড় বিতরণ শুরু করার জন্য জেলা পুলিশে নিরাপত্তার জন্য আবেদন করা হয়। তবে ফজরের নামাজের পর থেকেই লোকজন জড়ো হতে থাকে। সকাল সাড়ে ৬টার দিকে নির্ধারিত গেইট বাদেই পাশের টিনের গেটের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে। এতে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি।

তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় পেলে তার পরিবারকে সহযোগিতা করা হবে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, নিহত নারীর পরিচয় এখনো মেলেনি। পরিচয় শনাক্ত করতে কাজ করা হচ্ছে।

ইএইচ

Link copied!