Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৪:০৯ পিএম


নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে ডহরি-তালতলা খালে গোসল করতে গিয়ে মো. শান্ত ব্যাপারী (২৪) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

পরে উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে, তাদের ডুবুর দল ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি৷

রোববার স্থানীয় লোকজন বেড়াজাল ফেলে মরদেহে উদ্ধার করে।

গতকাল রাতে ও আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রোকসানা খায়রুন নেছা।

এ ব্যাপারে লৌহজং থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

ইএইচ

Link copied!