Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাগরপুরে মুসল্লিদের ঈদ উপহার প্রদান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৪, ০৪:৪৮ পিএম


নাগরপুরে মুসল্লিদের ঈদ উপহার প্রদান

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাস্ট এন্ড ট্রেড কোম্পানির কর্ণধার খন্দকার নুরুল মোমেন কায়েসের (কোমল) উদ্যোগে চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মুসল্লিদের ঈদ উপহার প্রদান করা হয়েছে।

শনিবার রাতে তারাবি নামাজ শেষে মসজিদ কমিটির আয়োজনে চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে যেসকল মুসল্লিরা প্রথম থেকে খতম সম্পূর্ণ তারাবিহ নামাজ জামাতের সাথে আদায় করেছেন তাদেরকে এ ঈদ উপহার দিয়েছেন তরুণ শিল্প উদ্যোক্তা কোমল।

এতে ঈদ উপহার পেয়ে ব্যাপক আনন্দিত ইমাম-খতিবসহ স্থানীয় মুসল্লিরা। এছাড়াও নাগরপুরের কৃতি সন্তান নুরুল মোমেন কায়েসের (কোমল) এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুশীল সমাজ।

এ প্রসঙ্গে নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উপদেষ্টা নুরুল মোমেন কায়েস (কোমল) বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত পালনে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যেই আমি এমন ভিন্নধর্মী আয়োজনে ঈদ উপহার প্রদান করেছি। যেহেতু চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংশ্লিষ্ট সমাজের আমি একজন বাসিন্দা এবং মসজিদ কমিটির উপদেষ্টা হিসেবে মুসল্লিদের পাশে থাকা এবং তাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া আমার নৈতিক দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর চৌধুরী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান খান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, আসলাম উদ্দিন, খন্দকার লাবু, অর্থ বিষয়ক সম্পাদক সেলিম বিশ্বাস, ঈদগাহ মাঠ সম্পাদক মীর টুটুল, প্রচার সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

ইএইচ

Link copied!